নড়াইলে ভেঙ্গে পড়লো ব্রিজ ভারি যান চলাচল বন্ধ


নড়াইল তুলারামপুর ব্রিজের উপরের স্লাবের একটি অংশ ভেঙে পড়েছে। এতে যশোর-নড়াইল সড়কে ভারী যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
তবে যাত্রীবাহী বাসসহ হালকা যান চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে নড়াইল সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী এ এম আতিকুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিত্রা নদীর উপর নির্মিত দীর্ঘদিনের পুরাতন ব্রিজটি।
যে কারণে এর পাশেই ৬ লেন বিশিষ্ট আধুনিক ব্রিজ নির্মাণ কাজ চলছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে পুরাতন ব্রিজের উপরের স্লাবের একটি অংশ ভেঙে পড়ে।
এতে যশোর-নড়াইল সড়কে ভারী যান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হালকা যান চলাচল।
এ এম আতিকুল্লাহ আরও জানান, এই রুটের ঢাকা, খুলনা, গোপালগঞ্জ ও যশোরগামী যাত্রীদের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করা হয়নি। যাত্রীরা ব্রিজের এক পান্তে নেমে হেঁটে ব্রিজ পার হয়ে অপর প্রান্তে থাকা আরেকটি বাসে চড়ে যাতায়াত করতে পারবেন।