নড়াইলে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন

 নানা কর্মসুচির মধ্যদিয়ে নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ এর বিভিন্ন কর্মসুচি পালন হয়েছে। সোমবার সকাল ১১টায় শহরের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের চিত্র শিল্পী সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে হাজারো কণ্ঠে ৭ মার্চের ভাষণ এবং শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় ৩০ ফুট লম্বা বঙ্গবন্ধু টাওয়ার প্রদর্শন, ২৭০/ ৮৫ ফুট বিশিষ্ট বাংলাদেশের মানচিত্র প্রদর্শন ৬০/৩৬ ফুট বিশিষ্ট জাতীয় পতাকা প্রদর্শন,গণ সংগীত ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, এ সময় বক্তব্য দেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এড, সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নিজামউদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা,উপজেলা মহিলা ভাইচ চেয়াম্যান ইসমত আরা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ আরো অনেকে।সকাল ৭টায় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,জাতির পিতার বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুর্যালে পুস্ফমাল্য অর্পন, জাতির পিতাসহ সকল মুক্তিযোদ্ধা ও দেশের জন্য মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এছাড়া দিনব্যাপি বিভিন্ন সংগঠন নানা কর্মসুচি পালন করবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *