নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নড়াইলের লোহাগড়ায় উপজেলার নলদী ইউনিয়নের নখখালী গ্রামের পাখী শেকের ছেলে।
সোমবার (১৫ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়,জাহিদুল সকালে নিজের নতুন ঘরে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার কাজ করছিলেন। একপর্যায়ে ফ্রিজের উপর টিভি সেট করতে গিয়ে ফ্রিজ থেকে তার গায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়।