প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৫, ২০২১, ১১:২৯ অপরাহ্ণ
নড়াইলে নসিমন উল্টে চালকের মৃত্যু
নড়াইলের চাঁন্দেরচর এলাকায় নসিমন উল্টে ড্রাইভার মো: ইকবাল মোল্ল্যা( ৩৫) পিং সাহেব মোল্ল্যা সাং চাঁন্দেরচর থানা নড়াগতী জেলা নড়াইল এর মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ১৫/২/২০২১ তারিখ : সোমবার সকাল ৯ টার দিকে ইকবাল চাঁন্দের চর থেকে নসিমনে যাত্রী ও মালামাল নিয়ে মহাজন বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিল এরপর কাঠাদুর নামক ফাকা জায়গায় ব্রিজে উঠতে দিয়ে নসিমন উল্টে খালে পড়ে যায়।
এরপরে স্থানীয় লোকজন ও যাত্রীদের সহযোগিতায় ইকবাল মোল্লা কে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অানলে কর্তব্যরত চিকিৎসক ডা: মো: রেজয়ান তাকে মৃত ঘোষণা করেন। উক্ত নসিমনে থাকা কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়, ইকবালের এই মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে নড়াইলের নড়াগতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা জানান, আমি একটি কনফারেন্সে আছি বিষয়টা আমি শুনেছি।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত