নড়াইলে তিন যুবকের যাবজ্জীবন কারাদন্ড

নড়াইলে মাদক মামলায় যশোরের তিন যুবক কে যাবজ্জীবন কারাদন্ড  প্রদান করেছেন আদালত। নড়াইল থেকে উজ্জ্বল রায়, জানান,

 সোমবার (১৪ মার্চ) সকালে দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। এসময় ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত। দন্ডপ্রাপ্ত ৩ জন আসামির মধ্যে ২ জন রায় ঘোষণার সময় হাজির ছিলো একজন পলাতক রয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন, যশোরের বাঘারপাড়ার কিসমত মাহমুদপুরের ফয়সাল হোসেন, খলিলপুরের সাব্বির হোসেন মোল্যা (পলাতক) এবং কিসমত মাহমুদপরের সুমন হোসেন মোল্যা। মামলা বিবরণে সুত্রে জানা গেছে, গোয়েন্দা পুলিশের এসআই রেজাউল করিমের নেতৃত্বে নড়াইল পৌরসভার যশোর-নড়াইল সড়কের মুলিয়া মোড়ের পিয়ারী বটতলায় গত ২৮ জুন ২০১৫ তারিখে মাদক উদ্ধার পরিচালনার সময় যশোর থেকে আগত একটি মোটরসাইকেল গতিরোধ করে মোটরসাইকেলের তিন যুবককে তল্লাশী করে কিছু না পাওয়ায়, তাদের ব্যবহারকৃত মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেলে প্রাস্টিকের ব্যাগে রাখা ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

এ ঘটনায় ৩ জনকে আসামি করে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। উপযুক্ত সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক আসামি ২ জনের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *