নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
নড়াইলের লোহাগড়ায় দুই মাদক কারবারি কে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের মৃত- আবু বক্কর মৃধার ছেলে মো.রনি মৃধা (২৬) ও একই গ্রামের সবুজ শিকদারের ছেলে মো.নিরব শিকদার জয় (১৭) নামে ওই যুবকদের আটক করে পুলিশ। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল জেলা গোয়েন্দা ডিবি পুলিশের উপ-পরির্দশক (এসআই) ফাহাদ হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের পশ্চিম পাড়ায় দুই মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য (ইয়াবা) বিক্রয়ের উদ্দেশ্যে ঘোরাফেরা করছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দুই যুবক রনি ও নিরব কে আটক করে এসময় তাদের দেহ তল্লাশি করে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিমুল কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের লোহাগড়া থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।