নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক এক
নড়াইল সদর থানার চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ৫৫ পিচ ইয়াবাসহ আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। শনিবার ( ৮ মে) দুপুরে রুবেল সরদার নামে ওই যুবক কে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আটকৃত রুবেল সরদার সদর উপজেলার চাঁচড়া গ্রামের মৃত ওহাব সরদার এর ছেলে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২:৩০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানাধীন চাঁচড়া গ্রামে অভিযান চালিয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় একাধিক মাদক মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: রুবেল সরদার (৩০) কে ৫৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান বলেন, তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।