নড়াইলে গাঁজার গাছসহ গ্রেফতার ১
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। মঙ্গলবার ১১ মে রাত সাড়ে ১২ টার দিকে মোহাম্মদ বাবু গাজী (৪০) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত মোহাম্মদ বাবু গাজী উপজেলার এড়েন্দা গ্রামের মৃত রাজ্জাক গাজীর ছেলে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রাম থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় মোহাম্মদ বাবু গাজী (৪০) কে তার নির্মাণাধীন পাকা ঘর থেকে অবৈধ-নিষিদ্ধ ৪ টি গাঁজার গাছ সহ হাতেনাতে গ্রেফতার করেন। এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ-নিষিদ্ধ ৪ টি গাঁজার গাছ সহ মোহাম্মদ বাবু গাজী নামে একজন কে গ্রেফতার করেছি এবং তার বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।নড়াইলের লোহাগড়া থানাধীন এড়েন্দা গ্রামে অভিযান চালিয়ে ৪ টি গাঁজা গাছসহ ১ জনকে গ্রেফতার করে।