দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গন্ধুর বাংলাদেশ নড়াইলে পুলিশ সুপার স্কুল কুইজ প্রতিযোগিতা ২০২২২অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ) জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে এ প্রতিযোগিতার উদ্ধোধন করেন। কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরন করেন, নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজাম উদিদন খান নিলু, পৌর মেয়র আজ্ঞুমান আরা প্রমুখ। প্রতিযোগিতায় জেলার ১৯টি স্কুলের শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহন করে। বঙ্গন্ধুর জীবনীর উপর মোট ২৫টি প্রশ্নের মধ্যে ১৯টির উত্তর দিয়ে সম্মীলনী মাধ্যমিক স্কুলের দশম শ্রেনীর ছাত্র মোঃ মেহেদী হাসান ১ম, ১৮টি প্রশ্নের উত্তর দিয়ে লোহাগড়ার লক্ষীপাশার আদর্শ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী মালিহা বিনতে জামান ২য়, সম্মীলনী মাধ্যমিক স্কুলের দশম শ্রেনীর ছাত্র বিভু দাস ৩য় হয়। এছাড়া অংশগ্রহনকারী সকল ছাত্রছাত্রীদের জন্য সান্তনা পুরস্কার ছিল। নড়াইল পুলিশ সুপার বলেন, আমরা যারা স্বাধীনতার পরে জন্ম গ্রহন করেছি তাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। আর ছাত্রছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে আগ্রহ বাড়ানোর জন্য আমাদের এ আয়োজন ।