নড়াইলে ইয়াবা বিরোধী অভিযানে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দ পুলিশ ডিবি। পুলিশ সুত্রে জানা যায়, (গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশের একটি চৌকস টিম) ডিবি ওসি মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে এস আই মোহাম্মদ মনিরুল ইসলাম, এ এস আই মোঃমফিজুর রহমান,এএসআই মোঃআবুল কালাম আজাদ,কনেষ্টোবল সালমান, নারায়ন, মোহন কুন্ডু , সুফিয়ান, রাকিব, জয় সহ নড়াইল লোহাগাড়া থানা ধীন বাগডাঙ্গা গ্রাম থেকে সোমবার মাদক ব্যবসায়ী মোহাম্মদ তরিকুল খান (৩০) পিতা মৃত, দেলবার খান, গ্রাম বাগাডাঙ্গা,থানা লোহাগাড়া জেলা নড়াইল কে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন এবং ডিবি পুলিশের এ মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।