নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন এসপি প্রবীর কুমার রায়।

আলোচনা

নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন এসপি প্রবীর কুমার রায়। নড়াইল জেলা পুলিশের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে নড়াইল পুলিশ লাইনসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৮মার্চ) সোমবার দুপুরে নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর সভাপতিত্বে নড়াইল পুলিশ লাইনসে,আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) প্রশাষন রিয়াজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তানজিলা সিদ্দিকা,নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা,জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফ,জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা,মহিলা কাউন্সিলর ইপি রানি বিশ্বাস,নড়াগাতী থানার অফিসার ইনচার্জ রোখসানা খাতুন সহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা বৃন্দ ও নড়াইল জেলা পুলিশের মহিলা সদস্যগণ প্রমূখ।

পুলিশ সুপার প্রবীর কুমার পিপিএম (বার) সকল নারী পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা এবং অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় আলোচনা সভায় পুলিশ সুপার প্রবীর কুমার পিপিএম (বার) নড়াইল জেলা পুলিশের পুরুষ সদস্য সহ মহিলা সদস্যদের উদ্দেশে হুসিয়ারী দিয়ে বলেন, নড়াইল জেলা পুলিশ যেন জনগনের কাছে বিতর্কিত না হয় এবং আপনারা যেন জনগনের কাছেও অবমূল্যায়ন না হতে হয়। একটা কথা মনে রাখবেন,পুলিশ জনগণের বন্ধু,জনগণের ভালো মন্দ আমাদের দেখতে হবে এবং আপনাদেরও ভালো মন্দ যে কোন বিষয়ে আপনারা আপনাদের মহিলা অফিসার তানজিলার কাছে ভয় না পেয়ে সকল সমস্য তুলে ধরবেন,দরকার হলে আমাকে জানাবেন।

আপনাদের সকলের উদ্দেশে আরেটি কথা বলি,নড়াইল জেলা থেকে মাদকের শিকড় সহ উফড়ে ফেলতে হবে এজন্য সব সময় আপনারা যেখানেই জান একটু সজাগ থেকে মাদকের অভিযান পরিচালনা করুন,নড়াইল জেলা কে মাদক মুক্ত করুন বলেও জানান। নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বলেন, আমরা নারী আমাদের ও হতে হবে নারীদের মত,আমাদের মর্যাদা আমরাই নষ্ট করি বা করে আসছি। যেমন আপনার স্বামী কাজ শেষ করে বাড়িতে ফিরলে আপনার শাশুড়ি ননোদ,তারাও তো মহিলা,আপনার স্বামীকে আপনার বিরুদ্ধে উল্টা পাল্ট বলার পরেই সুরু হয় অসান্তি,এটা করা থেকে সবাই বিরত থাকবেন এবং আপনারা স্বামী-স্ত্রী যা বলাবলি করবেন

আপনার সন্তান”রাও সেটাই শিখবে এজন্য আপনাদের ছেলে মেয়েকে বাড়ি থেকে বের হবার পর এবং বাড়িতে এসে বাবা-মা সহ মুরুব্বিদের সালাম দেয়া শেখান তাতে রাস্তা ঘাটে মুরুব্বিদের দেখলে অন্ততপক্ষে সালাম দিবে মানুষ হবে বলেও জানান তিনি। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ রোখসানা খাতুন বলেন,আমাদের নারীদের অধীকার আমাদেরই আদায় করে নিতে হবে,তবে সেটা ন্যায় নিষ্ঠার সাথে, আমি নিজেও একজন নারী,আমি নারী হয়ে একটি থানার অফিসার হিসাবে দায়ীত্ব পালন করছি। আপনারাও নারী আপনাদেরও অধীকার আদায় করে নিতে হবে,অনেক সময় মেয়ে হয়ে চাকরি করতে বিভ্রান্তিতে পড়তে হয়, এমন ঘটনা ঘটলে আপনারা আমাদের সাথে সাথে জানাবেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *