নড়াইলে আটক ৫ জামাত নেতাকে জেলহাজতে

নড়াইলে আটক ৫ জামাত নেতাকে জেলহাজতে

নড়াইলে গোপন বৈঠকের সময় আটককৃত থানা জামায়াতের আমীরসহ দলের ৫ নেতাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার (৫ মে) বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার বিকেলে টোনা গ্রাম থেকে গোপনে সংবাদ পেয়ে বিপুল সংখ্যক সাংগঠনিক বইপত্র, লিফলেট, কম্পিউটারসহ জামাতের ৫ নেতাকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, নড়াগাতী থানা জামায়াতের আমীর মো. আলমগীর হোসেনের নেতৃত্বে টোনা গ্রামে বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামায়াত নেতা এমএইচ বাহাউদ্দীনের বাড়িতে জামায়াতের নেতাকর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ অভিযান নামে। অভিযানে পুলিশ বাড়ির মালিক অধ্যক্ষ বাহাউদ্দীন, নড়াগাতী থানা জামায়াতের আমীর মো. আলমগীর হোসেন, জেলা জামায়াতের রোকন আবু বক্করসহ মোট ৫ জনকে আটক করা হয়। এ সময় পুলিশ সেখানে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ সাংগঠনিক বই, চাঁদার রশিদ, নগদ অর্থ, কম্পিউটার উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে বিশেষে ক্ষমতা আইনে মামলা দায়ের করে বুধবার আদালতে তোলা হলে আদালত অভিযুক্তদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *