নড়াইলের হত্যা মামলার দুই আসামী ঝিনাইদহ থেকে গ্রেফতার

dainikshatabarsa

নড়াইলে সাবু মোল্যা হত্যা মামলার দুই আসামী কে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।সোমবার (২২ ফেব্রুয়ারী) রাত ১১ টার দিকে মিরান মোল্যা ও রবি মোল্যা নামে ওই দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল সদর থানাধীন সিংঙ্গিয়া গ্রামের সাবু মোল্যা হত্যা মামলার এজাহারনামীয় আসামী ১.মিরান মোল্যা (৪০) পিতাঃ গোলাম মোস্তফা মোল্যা গ্রাম:কোমখালী (বর্তমান সিঙ্গিয়া) এবং উক্ত মামলার সন্দিগ্ধ আসামী ২. রবি মোল্যা গ্রাম: কোমখালী (বর্তমান সিঙ্গিয়া) উভয় থানা ও জেলা নড়াইল দের কে গোপন সংবাদ এর ভিত্তিতে ঝিনাইদহ থানাধীন পাবহাটি এলাকা থেকে নড়াইল সদর থানা পুলিশের এ এস আই আনিস এর নেতৃত্বে এস আই জিল্লুর রহমান এবং ঝিনাইদহ থানা পুলিশের এস আই ইউসুব এর সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হয়। নড়াইল সদর থানা পুলিশের এ এস আই আনিস জানান গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে এবং ঝিনাইদহ থানা পুলিশের সহোযগিয়ায় আসামী দুইজন কে গ্রেফতার করেছি, রাতেই তাদের নড়াইল নিয়ে আসা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আসামীদের আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন। উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিংঙ্গিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাবু মোল্যা (৩২) নামে এক যুবক নিহত হয়। গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে। সাবু পার্শ্ববর্তী কোমখালী গ্রামের শফিয়ার মোল্যার ছেলে। পরে স্থানীয় লোকজন সাবুকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *