নড়াইলের লোহাগড়ায় দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত

নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা গ্রামে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণ ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা গ্রামের গ্রাম্য ডাক্তার আলমগীর হোসেনের বাড়িতে শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ৬/৭ জনের এক দল মুখোশ পরিহিত একদল ডাকাত ওই বাড়ির গেটের তালা কৌশলে ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে।

এরপর ডাকাত দল গৃহকর্তা আলমগীর হোসেন ও তার স্ত্রী শিক্ষক সুলতানা পারভীন বেগমকে বেঁধে নগদ ৮৭ হাজার টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণ, তিনটি স্মার্ট ফোন, দুটি বাটন ফোনসহ অন্যান্য মালামাল লুট কওে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্থদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে তাদেও জিম্মি দশা থেকে উদ্ধার করে। খবর পেয়ে রবিবার ভোরে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *