নড়াইলের বগুডাংগা গ্রামের ফারুক মোল্লার এক পা ভেংগে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে যক্ষম


নড়াইল জেলার নড়াগাতী থানার বগুডাংগা গ্রামে জমি জায়গা নিয়ে বিরোধের জেড়ে ফারুক মোল্লা নামের একজন মারাত্বক ভাবে আহত হয়েছেন।
গতকাল রাত সাড়ে ৮ টার দিকে ফারক মোল্লা ও তার পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে একই গ্রামের লিপন কাজী ও তার লোকজন হামলা করে ফারুক মোল্লার একটি পা ভেংগে দেন ও তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতিরি ভাবে কুপিয়ে যক্ষম করেন।
এলাকাবাসী ও তার পরিবারের লোকজন তাকে উদ্ধারকরে পাশ^বর্তী জেলা গোপালগঞ্জ ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ফারুক মোল্লার স্ত্রী সেলিনা বেগম বলেন, প্রতিপক্ষ আমার নিরহ স্বামীকে মেরে ফেলার উদ্দেশ্যে এভাবে মারপিট করে ফেলে রেখে যান। এরা খুব খারাপ প্রকৃতির মানুষ এরা যে কোন কাজ করতে পারে। তিনি বলেন আমি আমার স্বামীকে নিয়ে প্রাণের ভয়ে অন্য জেলায় এসে চিকিৎসা করাতে বাধ্য হচ্ছি । এদের কঠিন শাস্তির দাবী করছি এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্থতি চলছে।