নড়াইলের পল্লীতে বসতঘরে আগুন,ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে প্রতিবন্ধী যুবক নিহত,পরিবারে শোক। নড়াইলের লোহাগড়া পৌরসভার রামপুর গ্রামের মৃতে নায়েব আলী ফকিরের প্রতিবন্ধী ছেলে বাবর ফকির (৪৫) রাতে তার বসতঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে পুরো শরীর ঝলসে বিকৃত হয়ে মারা যায়।
সরেজমিনে গিয়ে জানা যায়,শুক্রবার (১৯ মার্চ) ভোর ৪ টা ৩০ মিনিটের সময় মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।
আগুন লাগার খবর পেয়ে,লোহাগাড়া (সিভিল ডিফেন্স) ফায়ার সার্ভিসের একটি টিম তাৎক্ষণিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনে,ফায়ার স্টেশন অফিসার মো: মাসুদ রানা জানান,ভোর ৪টা৩০ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ওই ঘরে থাকা এক জন মানুষ পুড়ে মারা যায়,দুই থেকে আড়াই লক্ষ টাকার দ্রব্য সামগ্রীর ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে। এদিকে সকালে লোহাগড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা রোসলিনা পারভীন উক্ত প্রতিবন্ধী আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনাটি শুনতে পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরহুমের পরিবার-পরিজনদের সাথে সমবেদনা জানান