নড়াইলের নবাগত পুলিশ সুপার প্রবীর কুমার রায়কে ডিআইজির ফুলেল শুভেচ্ছা


নড়াইলের নবাগত পুলিশ সুপার প্রবীর কুমার রায়কে ডিআইজির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা। খুলনা রেঞ্জের ডিআইজি ডক্টর খঃ মহিদ উদ্দিনের (বিপিএম-বার) পক্ষ থেকে নড়াইলের নবাগত পুলিশ সুপার প্রবীর কুমার রায়কে (পিপিএম-বার) ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা রেঞ্জ অফিসে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এছাড়া মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামসহ (বিপিএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রবীর কুমার রায় গত ২৫ ফেব্রুয়ারি নড়াইলের পুলিশ সুপার হিসেবে কর্মস্থলে যোগদান করেন। নবাগত পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও জঙ্গীবাদমুক্ত নড়াইল গড়তে নিরলস ভাবে কাজ করবেন তিনি। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। এর আগে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার ছিলেন প্রবীর কুমার রায়। এদিকে, নড়াইল থেকে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে (পিপিএম-বার) চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।