নড়াইলের নবাগত পুলিশ সুপার ‘সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই’

নবাগত

নড়াইলে নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন প্রবীর কুমার রায় পিপিএম (বার)। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এ সময় নবাগত পুলিশ সুপারকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান।

নবাগত পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও জঙ্গীবাদমুক্ত নড়াইল গড়তে নিরলস ভাবে কাজ করবেন তিনি।

এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। এর আগে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার ছিলেন প্রবীর কুমার রায়।

এদিকে, নড়াইলের বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে (পিপিএম-বার) চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

এ উপলক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে নড়াইল পুলিশ লাইন্সে তাকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *