নড়াইলের নড়াগাতি থানা পুলিশ কর্তৃক হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে প্রদান।

 নড়াইলের নড়াগাতি থানাধীন যোগানিয়া গ্রামস্থ জনৈক নওয়াব আলী খাঁন এর মেয়ে শারমিন আক্তার (২৬) ১৮ জানুয়ারি, মঙ্গলবার অনুমান ৯.টার সময় পিতার বাড়ি থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে যোগানিয়া থেকে পুটিমারিগামী সড়কের কোনো এক অজ্ঞাত স্থানে তার ভ্যানিটি ব্যাগে রক্ষিত ১০,০০০/- টাকা অসতর্কতাবশত পড়ে যায়। পুটিমারি পৌঁছানোর পূর্বেই তিনি ভ্যানিটি ব্যাগটি খুলে দেখেন যে, ভ্যানিটি ব্যাগের মধ্যে রক্ষিত ছোট টাকার ব্যাগটি নেই। তিনি দ্রুত নড়াগাতী থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা এর নির্দেশে এসআই (নিঃ) সাখাওয়াত হোসেন অত্যন্ত দক্ষতার সাথে স্থানীয় ও আশপাশের লোকজনের সাথে আলোচনা করে জনৈক ইজিবাইক চালকের নিকট হতে টাকা উদ্ধার করতে সক্ষম হন। পরবর্তীতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ জনাব সুকান্ত সাহা টাকাগুলো প্রকৃত মালিক শারমিন আক্তার এর নিকট হস্তান্তর করেন। হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত হন এবং নড়াগাতি থানা পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *