নড়াইলের কালিয়ায় ৩টি আগ্নেয় অস্ত্রসহ স্বামী-স্ত্রী পুলিশের হাতে আটক

আজ (২৮আগষ্ট) শনিবার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান,গোঁপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি চায়নার তৈরী পিস্তল,একটি ম্যাগজিন ও দুইটি দেশী তৈরী ওয়ান শুটার উদ্ধার করে।এ ঘটনায় কালিয়া থানায় আসামীদের নামে মামলা দায়ের হয়েছে। হানিফ মোল্যা উপজেলার বেন্দার চরের বাবু মোল্যার ছেলে।হানিফ তার শ্বশুর বাড়ী কুলসুর গ্রামে অস্ত্র ও মাদক ব্যবসা করতো বলে জানা যায়।পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) বলেন,কালিয়া উপজেলার কুলসুর গ্রামে র্দীঘদিন হানিফ ও তার স্ত্রী মাদক ও অস্ত্র ব্যবসা করছিল।এ গোঁপন সংবাদের ভিত্তিতে পুলিশ হানিফের শ্বশুর বাড়ী কুলসুর গ্রামে অভিযান চালিয়ে একটি চায়নার তৈরী পিস্তল,একটি ম্যাগজিন ও দুইটি ওয়ান শুটার উদ্ধারসহ তাদের আটক করে।আটককৃতদের আদালতের মাধ্যমে বিকেলে কারাগারে প্রেরন করা হবে বলেও জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *