নড়াইলের কালিয়া থানার নতুন ওসি শেখ তাসমীম আলম”র যোগদান

নড়াইলের কালিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ হিসাবে শেখ তাসমীম আলম যোগদান করেছেন। শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যায় তিনি তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন। শেখ তাসমীম আলম ২০০৫ সালে সরাসরি এসআই পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

পদোন্নতি পেয়ে ২০১৬ সালে যশোরের শার্শা থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৯ সালে ওসি (তদন্ত) হিসেবে যশোর কোতোয়ালি থানায় এ পর্যন্ত দায়িত্বরত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম জানান, জনগণের সঙ্গে জনসংস্পৃক্ততা রেখে এলাকায় অপরাধ কার্মকান্ড প্রতিরোধ করা হবে।

সেই সাথে কঠোরভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। নবাগত ওসি শেখ তাসমীম আলম খুলনা জেলার খালিশপুর থানার মুজগুন্নী এলাকার এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

উল্ল্যেখ, গত ১৬মার্চ কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া (বিপিএম) বদলী হওয়ায় ওসির পদটি শূন্য হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *