নৌকা মানেই চমক সুতরাং সকলের উচিত নৌকার পক্ষে কাজ করা: টুঙ্গিপাড়ায় জায়েদ খান

নৌকা মানেই চমক সুতরাং সকলের উচিত নৌকার পক্ষে কাজ করা। কে নমিনেশন পেলো কে পেলো না এগুলো না ভেবে সকলের‌ই নৌকার পক্ষে কাজ করা উচিত বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ -৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনে টুঙ্গিপাড়ায় নৌকার প্রচারণা করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান।

তিনি বলেন শেখ হাসিনা আছে বলেই দেশ আজ উন্নত দেশে পরিণত হয়েছে। সুতরাং আমি মনে করি সকলের নৌকার পক্ষে কাজ করা উচিত, উন্নয়নের পক্ষে কাজ করা উচিত।

আজ ২০শে ডিসেম্বর বুধবার বিকেলে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে পাটগাতি বাসস্ট্যান্ডে বিভিন্ন দোকানে গিয়ে ও জনগণের কাছে গিয়ে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। প্রচারণা কালীন সময়ে তিনি বলেন, বাংলাদেশে সবাই ভোট দেয়,সবাই এমপি নির্বাচিত করে কিন্তু টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া বাসী ভোট দিয়ে স্বয়ং বঙ্গবন্ধু কন্যা কে ভোট দিয়ে নির্বাচিত করে। সুতরাং আপনাদের সকলকে সচেতন হতে হবে এবং আওয়ামী লীগের পক্ষে সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে।এসময় নির্বাচন উপলক্ষে সকল প্রকার নাশকতা ঠেকাতে এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

এ সময় সফর সঙ্গী হিসেবে অভিনতা জায়েদ খানের ব্যাক্তি গত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ এলাকা ২১৭, গোপালগঞ্জ-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ আসন থেকে শেখ হাসিনা ৭ বার নির্বাচিত হয়েছেন। এ আসনে প্রধানমন্ত্রীসহ ৬জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলার তিনটি আসনে মোট ১৭জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *