দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল বাজতে শুরু করেছে। আসন্ন পবিত্র রমজানের আগেই প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার ইঙ্গিত রয়েছে নির্বাচন কমিশনের। সেই সুবাদে নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মাঠে নেমে পড়েছেন অনেকেই।
সম্প্রতি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়ার কথা বলেছেন সাবেক ছাত্রনেতা, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মোঃ এস এ সোহাগ। এলাকাবাসীর অনুপ্রেরণায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বলে জানিয়েছেন। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছেন। এস এ সোহাগ নেছারাবাদ উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা বলদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সাঈদ।
শিক্ষাঙ্গন থেকে জনতার মাঝে উঠে আসা এস এ সোহাগ ইতিমধ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দিরে অনুদান এবং অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণসহ স্কুল ড্রেস বিতরণ করে চলেছেন। এছাড়াও চিকিৎসার অভাবে যারা চিকিৎসা করতে পারে না তাদের চিকিৎসা খরচ সহ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে এস এ সোহাগ জানান, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চাই।
আমাদের সকলের স্বপ্নের নেছারাবাদবাসীর সকল শ্রেণী পেশার মানুষের সুচিন্তিত মতামতের ভিত্তিতে একটি সমৃদ্ধশালী উপজেলায় রুপান্তরিত করতে চাই। আমি ছাত্র সমাজের সকল যৌক্তিক আন্দোলনে সম্পৃক্ত হয়ে কাজ করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বাধীনতার স্বপক্ষের শক্তির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে গন মানুষের সাথে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব। তিনি আরো জানান, এলাকার মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলে এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতা ও বাবার আদর্শ নিয়ে উপজেলাবাসীর পরিকল্পিত উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন বলে জানিয়েছেন তিনি। তাই সে উপজেলার সর্বস্তরের জনগণের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।