পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের পাটিকেলবাড়িতে মাত্র ৯০ টাকাকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে উভয় পক্ষের ৪ জন। আজ (৩১ অক্টোবর) মঙ্গলবার দুপুরে পাটিকেলবাড়ি দোকানের সামনে এই ঘটনা ঘটে। সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, স্থানীয় আল আমিন দোকানদার সোহেল মোল্লার কাছে মালামাল বিক্রি বাবদ দোকানে ৯০ টাকা পায়। সেই টাকা চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই'জনার মাঝে ঝগড়া বাজে। পরবর্তীতে দুই পক্ষের সংঘর্ষে আল আমিন, আলতাফ হোসেন গাজী, রাকিব ও সোহেল মোল্লা গুরুতর আহত হয়। এ ঘটনায় মোঃ আল আমিন হাওলাদার বাদী হয়ে নেছারাবাদ থানায় সোহেল মোল্লা (৩৫), মেহেদী মোল্লা(৩২) ও রিপন মোল্লার (৩৭) নামে করে একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ, মুজিবুর রহমান বলেন, ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছি। এ ব্যাপারে ইতিমধ্যে নেছারাবাদ থানায় একটি অভিযোগ হয়েছে।