নেছারাবাদে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নেছারাবাদে সোহাগদল ইউনিয়ন আওয়ামী লীগ এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সোহাগদল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে বিকেল ৩.০০ ঘটিকার সময় বাংলাদেশ আওয়ামী লীগ স্বরূপকাঠি উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফ আহমেদ এর সভাপতিত্বে ও সোহাগদল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক খন্দকার আজমল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথির বক্তৃতায় জনাব আলহাজ্ব অধ্যক্ষ মোঃ শাহ আলম বলেন, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না সেই বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ জন্মদিন। তার এই জন্মদিনে আমরা প্রতিজ্ঞা করি যে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো বিপুল ভোটে বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
নেছারাবাদ আওয়ামী লীগের সভাপতি জনাব সহিদ-উল আহসান বলেন, আজকে জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন ক্ষুধা মুক্ত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মান করে কিভাবে দেশকে এগিয়ে নেয়া যায়। সাধারণ মানুষ ও খেটে খাওয়া মানুষদের নেতৃত্ব দিয়ে যে সুনাম অর্জন করেছেন আগামী সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।
উক্ত অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক শরীফ আহমেদ বলেন, জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে আমরা এই প্রতিজ্ঞায় আবদ্ধ হই যে, সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে কি পেলাম কি পেলাম না এটা বিচার না করে আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী ঘোষণা করব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও সাবেক নবম সংসদ সদস্য জনাব আলহাজ্ব অধ্যক্ষ মোঃ শাহ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ সাকিব বাদশা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারি উপজেলা শাখার সভাপতি সৈয়দ সহিদ-উল-আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: গোলাম কবির, মহিলা বিষয়ক সম্পাদিকা সাহারা নাসরিন, সোহাগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আব্দুর রশিদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহরিয়ার কবির অপূর্ব।
এছাড়াও বক্তব্য রাখেন রিনা সুলতানা, লাভলী খন্দকার, লিপি খানম, গোলাম ফারুক ডাবলু, অশোক সমাদ্দার, শামসুল আলম, মোশারেফ হোসেন, এনামুল হক বাদশা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।