পিরোজপুরের নেছারাবাদে এলডিডিপি প্রকল্পের আওতায় মিয়ারহাট কাঁচা বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। আজ (১৩ অক্টোবর) শুক্রবার দুপুরে নেছারাবাদের সুটিয়াকাটি ইউনিয়নের মিয়ারহাট বন্দর বাজারে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় তিনি বন্দর কাঁচা বাজার উন্নয়নের জন্য ৩০ শতাংশ জমির উপরে ৩টি সেট ঘর, ২টি এটাস্ট টয়লেট ও ১টি টিউবওয়েল স্থাপন করা হবে বলে জানান। এছাড়াও তিনি ডুবি-চৌদ্দরশি বাজার রাস্তার স্থাপন, রাজাবাড়ি জিরবাড়ি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন, সেহাঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও সেহাঙ্গল বাজার হইতে অশত্থকাটি ভায়া কুহুদশকাঠি সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পিডিপির প্রকল্প পরিচালক পার্থসারথী দেবনাথ, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহাবুবুল্লাহ মজুমদার, নেছারাবাদ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, নেছারাবাদ থানা ইনচার্জ গোলাম সারোয়ার ও সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন অসীম প্রমুখ।