নেছারাবাদে উদ্বোধন হলো গ্রামবাসীর উদ্যোগে নির্মিত কাঠের সাঁকো

সম্পূর্ণ এলাকাবাসীর উদ্যোগে নির্মিত হল নেছারাবাদ উপজেলার ১০ নং সারেংকাঠি ইউনিয়নের করফা, বিশাল, পাটিকেলবাড়ি ও ব্যাসকাঠি যোগাযোগের সংযোগ সেতু। দীর্ঘ দুই মাসের প্রচেষ্টায় কাঠের সাঁকো নির্মাণে ব্যবহৃত হয়েছে সুপারি গাছ, বাঁশ ও কাঠ। দৃষ্টিনন্দন এই সাঁকো নির্মাণে গ্রামবাসী নিজস্ব অবকাঠামো ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজটি করতে সক্ষম হয়েছে। সাঁকোটি খুলে দেওয়ায় শত শত মানুষ সেটি দিয়ে চলাচল করতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে খালের উপর পারাপারের কোন সাঁকো অথবা ব্রিজ না থাকায় স্কুলের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় মানুষ দুর্ভোগ পোহাচ্ছিলেন‌।

আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসীদের উপস্থিতিতে ফিতা কাটার মধ্য দিয়ে সাঁকো উদ্বোধন করেন সারেংকাঠি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, সরকারের উন্নয়নের পাশাপাশি গ্রামবাসীর উদ্যোগকে স্বাগত জানাই। আমরা যদি সবাই মিলে ঐকান্তিক প্রচেষ্টায় এই ধরনের উদ্যোগ গ্রহণ করি সুদূর ভবিষ্যতে দেশকে আরো উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছে দিতে পারব।

সাঁকোটি নির্মাণের প্রধান উদ্যোক্তা ও কাঠমিস্ত্রি সন্তোষ বড়াল বলেন, ছোটবেলা থেকে দেখে এসেছি এখানে কোন যাতায়াতের সুব্যবস্থা নেই শুধু নৌকা দিয়ে পারাপার হতে হয়। আমি পেশায় কাঠমিস্ত্রি টাকা দিয়ে সহযোগিতা করতে পারিনি তাই পারিশ্রমিক ব্যতীত কাজ করে সবাইকে সাহায্য করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মাহবুব উল্লাহ মজুমদার বলেন, জনগণের অংশগ্রহণে এই ধরনের উদ্যোগ দেশের উন্নয়নে অন্যতম ভূমিকা পালন করে। জনগুরুত্বপূর্ণ এই কাঠের সাঁকোর পরিবর্তে সরকারিভাবে ব্রিজ নির্মাণে সহযোগিতা করার ক্ষেত্রে উপজেলা প্রশাসন সর্বদা যত্নশীল।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মুজিবুল হাসান, ইঞ্জিনিয়ার মইনুল হাসান, সাবেক প্যানেল চেয়ারম্যান ১০ নং সারেংকাটি ইউনিয়ন ও ইউপি সদস্য দুলাল হালদার, এস.কে শুভঙ্কর রায় সহ এলাকার বিভিন্ন স্তরের জনগণ ও স্থানীয় নেতৃবৃন্দ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *