নিয়োগ বিজ্ঞপ্তি:

বিধি মোতাবেক সামছুন্নাহার ইউছুফ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় একজন প্রধান শিক্ষক ( ফাযিল) দুই জন আলিম শিক্ষক (আলিম) একজন সহকারী শিক্ষক জেনারেল (আলিম/এইচ এস সি বিজ্ঞান) ইবতেদায়ী ক্বারী ( দাখিল মুজাব্বিদ/ আলিম মাহির) নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে। সভাপতি সামছুন্নাহার ইউছুফ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গ্রাম-কুলিয়াদাইড়, ডাকঘর-চিরলিয়া, উপজেলা ও জেলা- বাগেরহাট



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *