নিয়তির নির্মম পরিহাস, অল্পকাল ব্যবধানে বাবা ছেলের মৃত্যু

রণিকা বসু(মাধুরী)স্টাফ রিপোর্টারঃ নিয়তির নির্মম পরিহাস। জীবননাশ কারী করোনা ভাইরাসের ভয়াল থাবায় বাগেরহাটের ফকিরহাটে কয়েক ঘন্টার ব্যাবধানে বাবা-ছেলে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ১১জুলাই শনিবার সকালে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসার সাতবাড়িয়া গ্রামের ডাঃ ইয়াদ আলী(৬৫)নামের এক পল্লী চিকিৎসক খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।তার দাফন কাজ শেষেই তার বড় ছেলে খান জাহান আলী (২৪) এর মৃত্যুর খবর আসে।খুলনা কোভিড হাসপাতালে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। চাঞ্চল্যকর এ ঘটনায় বাকরুদ্ধ সকলেই। এছাড়াও আজ একই দিনে ফকিরহাটের গ্রাম পুলিশ আব্দুস ছালাম নামের একজন করোনা উপসর্গ নিয়ে খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন।ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার বিষয়টি নিশ্চিত করে বলেন,গত ৬ জুলাই তার পরিবারের ৮ জনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।পরীক্ষার ফলাফলে ৮ জুলাই ইয়াদ আলী সহ একই পরিবারের ৪ জন করোনা পজেটিভ আসে।তিনি ৭ জুলাই খুলনা কোভিড হাসাপাতালে ভর্তি হন।এ পর্যন্ত ফকিরহাটে মোট মৃতের সংখ্যা ৪ জন।মোট আক্রান্ত সংখ্যা ৮১ জন।এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৬ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *