নিয়তির কাছে হেরে পরিবারের সাথে পূজা উদযাপন করা হলো না চিকিৎসকের

 পরিবারের সাথে পূজা উদযাপন করতে নিজ কর্মস্থল গোপালগঞ্জ থেকে ব্যাক্তিগত গাড়িতে করে ঢাকায় যাচ্ছিলেন শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. তপন কুমার মন্ডল। কিন্তু নিয়তির কাছে হেরে পরিবারের কাছে না গিয়ে ফিরে যেতে হলো সৃষ্টিকর্তার কাছে।

ঢাকায় যাওয়ার পথে ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা পৌছালে তার বহনকৃত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে তপন কুমার মন্ডল গুরুতর আহত হয়। এ সময় পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। পরে আইসিইউতে নেওয়া হলে সেখানে তপন কুমার মন্ডলের মৃত্যু হয়। রোববার (২২ অক্টোবর) দুপুরে মুকসুদপুর উপজেলার উপজেলার গেড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তপন কুমার মন্ডল বাগেরহাটের চিতলমারি উপজেলার পরানপুর গ্রামের গৌর দাস মন্ডলের ছেলে। সোমবার সকালে তপন কুমার মন্ডলের মরদেহ আনা হয় তার নিজ কর্মস্থল শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে।মরদেহ মেডিকেল কলেজে পৌঁছোনোর পর সেখানে এক হৃদয়বিদারক গল্পের অবতারণা হয়। কান্নায় ভেঙে পড়ে শিক্ষক শিক্ষার্থীরা। এসময় শিক্ষক শিক্ষার্থীর কান্নায় ভারী হয়ে ওঠে মেডিকেল কলেজ ক্যাম্পাস।

পরে সেখান থেকে মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারি উপজেলার পরানপুর গ্রামে নেওয়া হয়েছে। সেখানে ধর্মীয় মতে তার মরদেহ সৎকার করা হয়েছে। নিহত ডা. তপন কুমার মন্ডলের স্ত্রী ডা. শর্মীষ্ঠা ঘোষাল ঢাকা পোস্ট কে বলেন , আমি বর্তমানে আমার সন্তানদের নিয়ে মিরপুরে থাকি ।

আমাদের সাথে পূজোর ছুটি কাটাতে দুপুরে গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন স্বামী। পথে মুকসুদপুরে গেড়াখোলায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় । সেখান থেকে প্রথমে গোপালগঞ্জে পরে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজের নিয়ে ভর্তি করা হয়।পরে রাত ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে আমাদের পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির  হোসেন ঢাকা পোস্ট কে বলেন,ডা. পুজোর ছুটি নিয়ে ঢাকায় পরিবারের কাছে যাচ্ছিলেন আমাদের সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. তপন কুমার মন্ডল। রোববার দুপুরে মোবাইল ফোনের মাধ্যমে দূর্ঘটনার কথা জানতে পেরে আমরা ছুটে যাই।

প্রথমে গোপালগঞ্জ চিকিৎসা দেওয়া হয় পরে তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাই। ডা. তপন কুমার মন্ডলের মৃত্যুতে আমাদের শিক্ষক শিক্ষার্থী সকলে শোকাহত। আজ সোমবার ভোরে তার মরদেহ গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে আনা হয়।

এরপর কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী তার মরদেহ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তার মরদেহের শেষ বিদায় জানিয়ে পাঠিয়ে দেওয়া হয় তার গ্রামের বাড়িতে। তিনি আরো বলেন, তপন মন্ডল শিক্ষক হিসেবে আদর্শ শিক্ষক ছিলেন এবং চিকিৎসা সবায় তিনি তার সর্বোচ্চ দেওয়া চেষ্টা করতো।

আমরা ভাল একজন শিক্ষক ও চিকিৎসক হারালাম। ফরিদপুরের ভাংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বলেন , গতকাল দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের শিক্ষক ডা. তপন কুমার মন্ডল (৩৮) গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন।

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের গেড়াখোলা এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে এবং গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজের পাঠানো হলে সেখানে চিকিৎসকরত অবস্থায় তার মৃত্যু হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *