নিখোঁজ সংবাদ

 রিয়াজুল ইসলাম বাপ্পী (২৫) পিতা মৃত সালাম রাসুল, রাইতকান্দি পশ্চিমপাড়া। কাশিয়ানী থানা, জেলা গোপালগঞ্জ, ছেলেটা মানসিক প্রতিবন্ধী সে গত ২৫/১/ ২০২১ তারিখ সকাল ১১ ঘটিকার সময় তার পিতার নিজ বাড়ি রাইতকান্দি পশ্চিমপাড়া হইতে সাজাল বাজারের উদ্দেশ্য রওয়ানা হইয়া যায় কিন্তু সে আর বাড়িতে ফিরে না আশায় তাদের নিকট আত্মীয় স্বজনসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া যায় নাই। যদি কোন স্বহৃদয় ব্যক্তি তাকে দেখে থাকেন দয়া করে এই নাম্বারে যোগাযোগ করবেন মোবাইল: ০১৭৮১১২০৯২৭ নিখোঁজ ব্যক্তির বর্ণনা গায়ের রং ফর্সা উচ্চতা 5 ফুট মুখমন্ডল গোলাকার স্বাস্থ্য হালকা-পাতলা তার পরনে ছিল প্যান্ট ও গায়ে কালো রঙের সোয়েটার পায়ে চামড়ার স্যান্ডেল মুখের উপরে কাটা দাগ আছে



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *