বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের রত্মগর্ভা মা হোসনে আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
তিনি আজ রোববার (২ অক্টোবর ২০২২ খ্রিষ্টাব্দ) দুপুর ১২ টা ৩৬ মিনিটে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খারহাট গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি ৩ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তাঁর চতুর্থ সন্তান।
মাননীয় উপাচার্যের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিবার।