প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২১, ৯:৫১ অপরাহ্ণ
নাজিরপুরে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মত বিনিময় সভা
পিরোজপুরের নাজিরপুরে‘অপরাজিতা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে, রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা প্রেস ক্লাবে এ মতবিনিময় সভায় রুপান্তরের জেলা সমন্বয়কারী উজ্জ্বল কুমার পাল ও উপজেলা সমন্বয়কারী অসীম মহলদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সদস্য মাস্টার মোতাহার হোসেন হাওলাদার, এবং সভাপতি হিসাবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি ছিদ্দিকুর রহমান তুহীন, এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সস্পাদক, রফিকুল ইসলাম, জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক জ্যোতিষ চন্দ্র হালদার, সমাজসেবক শিক্ষক এম এ আনোয়ার হোসেন, সাংবাদিক মশিউর রহমান সহ অপরাজিতাগণ,
আয়োজিত এ মতবিনিময় সভায় রাজনৈতিক নেতাদের কাছে রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিতকরণের দাবী তুলে ধরেন অপরাজিতা নারীরা।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত