নারী প্রতিবন্ধকতার জন্য শুধু পুরুষ না, নারীরাও দায়ী
ভেবে দেখুন….. মেয়ে স্কুলে যাওয়া নিয়ে বাঁধা দেওয়া দাদি! মেয়ে ঘরের বাহিরে গিয়ে চাকরী করার আপত্তি করা ফুফু, খালা, চাচি! বোন বড় হয়েছে বিয়ে দিতে হবে বলা ভাবী, এরা সকলেই একজন নারী!!! তাছাড়াও যৌতুকের জন্য স্বামীর থেকে বেশি অত্যাচার করা, বাচ্চা না হলে ছেলেকে আর একটা বিয়ে করানোর জন্য পাগল হয়ে যাওয়া শাশুড়ীও একজন নারী!! একজন পুরুষ ভালোবেসে একজন ধর্ষিতাকে বিয়ে করতে গেলে সবার আগে তার দাদী, মা, বোন, চাচিরা বাঁধা দিবে। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর তার ছেলেকে বিধবা বিয়ে করিয়ে একটা মহৎ কাজের শুরু করে গেলেও, কোনো নারী এই পর্যন্ত তার ছেলেকে বিধবা বিয়ে করানোর পক্ষে নাই!!! আমি এমন আরো কয়েক’শ ক্ষেত্র দেখাতে পারবো যেখানে নারীর প্রতিবন্ধকতার জন্য নারীরাও দায়ী!! তাই বলে আমি পুরুষকে ধুয়া তুলসী পাতা বলছি না। পুরুষরাও নারীর স্বাধীনতায় প্রতিবন্ধকতার সৃষ্টি করে, কিন্তু নারীরাও পিছিয়ে নেই!! নারীবাদীরা এইসব নিয়ে খুব কম লিখলেও, দিনশেষে অন্তর্বাসের শো অফ করে পুরুষের বিরুদ্ধে প্রতিবাদ ঠিকই করে!!