নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে স্বামীর বাড়ি থেকে সুবর্ণা আক্তার টুম্পা ওরফে বৃষ্টি (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪,০৯,২০২০ ইং) সন্ধ্যায় কাশিপুর খিলমার্কেট এলাকার হারুন মিয়ার ভাড়াটিয়া বাড়ির চতুর্থ তলার ফ্লাট থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত সুবর্ণা আক্তার কাশীপুর খিলমার্কেট এলাকার আবু সিদ্দিকের মেয়ে এবং একই এলাকার আসাদ মিয়ার ছেলে গোলাম রাব্বির (২২) স্ত্রী। বৃষ্টির বড় ভাই মেহেদী হাসান নাহিদ বলেন, ৫ মাস আগে পালিয়ে গিয়ে বৃষ্টি ও গোলাম রাব্বি বিয়ে করেন। গোলাম রাব্বি হোসিয়ারি শ্রমিক। বৃষ্টি তার স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ির সঙ্গে খিলমার্কেট এলাকার হারুন মিয়ার বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকতেন। তিনি আরো বলেন, পুরি কিনে বৃস্টির বাসায় যাই। গিয়ে দেখি ওর ফ্ল্যাটের দরজা খোলা। আর ফ্যানের সঙ্গে বৃষ্টির লাশ ঝুলছে। ওই সময় বাসায় কেউ ছিল না। নিহতের স্বামী গোলাম রাব্বি ও শাশুড়ি লাভলী বেগম বলেন, আমাদের পরিবারে কোনো রকম ঝগড়া-বিবাদ ছিল না। আশেপাশের কারো সঙ্গেও কোনো সমস্যা নাই। আমরা কিছুই বুঝতে পারছি না। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই রাসেল শেখ বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে ।