নাবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কের বটতলী স্টীল ব্রিজের মেরামত কাজ।

 ব্রাহ্মনবাড়ীয়া জেলা প্রতিনিধিঃ জাহাঙ্গীর আলম

অতি ঝড় ঝাপটার পর শুরু হলো নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কের বটতলী স্টীল ব্রিজ এর মেরামত কাজ। কষ্টের পরেই আসবে সুখ এই ভেবেই অপেক্ষা করছিলো ছোট বড় গাড়ীর চালকগন। এই ব্রিজটি গত ২ বছর যাবত মারাত্মক ঝুকিপূর্ণ অবস্হায় রয়েছে। এই ঝুকির কারনে ১ বছর আগে ইহার পাশেই একটি বিকল্প রাস্তা তৈরি করে মাটি ফেলে। কিন্তু ছোট যানবাহনের সাথে বড় ট্রাক বা বাস চলাচলে অসুবিধা হয়। আবার কখনো পোহাতে হয় যানযট। এত কষ্টের পর গত ১০ জুন হতে শুরু হয় এই ব্রিজ এর মেরামত কাজ।এটি ফলপ্রসূ হবে বলে মনে করেন এই উপজেলাবাসী। তবে আসলেই কি কষ্ট লাগব হবে যাএীদের?



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *