নান্দাইলে আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণ, দুই নারী শ্রমিক নিহত

ময়মনসিংহের নান্দাইলের আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনায় দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন কমপক্ষে পাঁচজন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশহাটি গ্রামে। ঘটনার পর থেকেই বাড়ির মালিক ছাড়াও গ্রামের অনেকেই পলাতক রহেছে। স্থানীয় সূত্র জানায়, ওই বাড়িটি স্থানীয় চাঁন মিয়ার ছেলে মো. বোরহান উদ্দিনের। আধাপাকা বাড়িটিতে দীর্ঘ প্রায় ১০ বছর ধরে নির্বিঘ্নে আতশবাজি তৈরি করা হচ্ছিল। গ্রামের ভেতরে হওয়ায় বিষয়টি নিয়ে কেউ কোনো কথা বলেনি।

প্রায় ৫০ জন শ্রমিক পালাক্রমে ওই কারখানায় কাজ করতেন। প্রতিবেশীরা জানায়, বুধবার ভোরে হালকা ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয়। ওই সময় হঠাৎ বিকট শব্দ হয়। পরে গিয়ে দেখতে পায় পাশেই বোরহানের কারখানার ওপরের টিন উড়ে গেছে এবং দেয়াল ধসে পড়েছে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আধাপাকা ঘরটির টিনের চাল ছাড়াও দেয়ালের ইট চুর্ণ-বিচুর্ণ হয়ে উড়ে যায়। নিহত নারীরা হচ্ছেন পাশের বারই গ্রামের আবুল হোসেনের স্ত্রী নাছিমা আক্তার (৩০) ও বাঁশহাটি গ্রামের আব্দুল গনির স্ত্রী মোসা.আফিলা বেগম (২৮)।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *