পিরোজপুরের নাজিরপুরে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, ২৬ জুন (শনিবার) ১২ টায় হাসপাতালের র্যাপিট এন্ট্রিজেন্ট টেষ্টে ২৫ জনের মধ্যেই ১৫ জনের করোনা পজেটিভ বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করেছেন। এর মধ্যে নাজিরপুরের কৃষি অফিসার, হাসপাতালের স্টাফ নার্স ৪ জন সহ আক্রান্তের সংখ্যা এর্পন্ত দাড়িয়েছে ১৫ জন । হাসপাতাল সূত্রে জানা যায় নাজিরপুর উপজেলার করোনার হার ৭৫ ভাগ।
এ বিষয়ে নাজিরপুর হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচ) ডাঃ ফজলে বারী জানান অন্যান্য উপজেলার থেকে নাজিরপুর এ কোভিড রোগী তুলনামূলক কম ছিল কিন্তু আজ হঠাৎ করে টেষ্টে ৭৫ ভাগই করোনা পজেটিভ পাওয়া গেছে। স্বাস্থ্য সচেতনার অভাবে দিন দিন কোভিড রোগী বেড়েই চলছে। গত এক সপ্তাহে হাসপাতালে যেখানে ১০ জন ছিল সেখানে আক্রান্তের সংখ্যা আজ একদিনেই ১৫ জন। আইসোলেশন ইউনিট এ ভর্তি আছেন ১ জন। বাকীরা সবাই শারীরিকভাবে সুস্থ আছেন, বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্যবিধি না মানলে রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে তাই সবাইকে মাস্ক ব্যবহার ও সামাজিক দুরত্ব বজায় রাখার অনুরোধ করেন।