নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই‌য়ের বিরু‌দ্ধে ছোট ভাই‌য়ের সংবাদ স‌ম্মেলন

সাংবাদিক সম্মেলনে মা ভাই ও বোনের অভিযোগ, বড় ভাইয়ের নেতৃত্বে হামলায় ছোট ভাই রক্তাক্ত জখম, মা আহত ঘটনা‌টি ঘ‌টে‌ছে পিরোজপুর জেলার না‌জিরপুর উপ‌জেলায় ০৬ অক্টোবর জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের নেতৃত্বে  ভাড়াটে লোকজন দিয়ে ছোট ভাই  এবং মাকে  আহত হবার ঘটনা ঘটেছে।
বুধবার সকালের দিকে এ ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত জখম স্বরুপ কুমার ভক্ত (৪২) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে  ভর্তি করে।
 আহত স্বরূপ কুমার ভক্ত উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের বাকসি গ্রাামের মৃত সুমান্ত কুমার ভক্তের ছোট ছেলে এবং ঢাকার বি এফ শাহিন কলেজের শিক্ষক।
 বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক  সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগ পাট করতে গিয়ে স্বরুপ কুমার বলেন, আমার বড় ভাই তাপস কুমার ভক্ত একজন আইনজীবী। ২০১২ সালে আমার বাবা মৃত্যুর পর  সে আমাদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে একা ভোগ দখলের জন্য তার পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে এবং আমার মা-লক্ষী রানী,বোন স্বপ্না ও শ্যামলী ভক্তের উপর বিভিন্ন সময় হামলা করে আসছে।
আমি ঢাকা থেকে  বাড়িতে আসলে আমাকে মেরে ফেলার হুমকি দেয় বড় ভাই তাপস। আমি বাড়িতে আসলে মঙ্গলবার রাতে আমার সুপারি বাগানে বড় ভাইয়ের চোর চক্রের সদস্যরা সুপারি চুরি করতে আসে। কিন্তু আমার উপস্থিতি টের পেয়ে তারা গামছা,দেশীয় অস্ত্র কোচ,গাছ থেকে পাড়া সুপারি রেখে দৌড়ে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া মালামাল বুধবার সকালে স্থানীয় মহসিন এর চায়ের দোকানে উপস্থিত লোকজনকে দেখালে আমার বড় ভাই ক্ষিপ্ত হয়। পরে আমি চায়ের দোকান থেকে ফেরার পথে আমার ভাইয়ের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনীর সদস্য  স্থানীয় এসকেন্দার মিনার ছেলে রাশেদুল মিনা, মৃত আজিজ হাওলাদারের ছেলে সহিদ হাওলাদার, সোহরাব সেখের ছেলে এমদাদুল সেখ,দুলাল মাঝির ছেলে মিজান মাঝি,কাসেম সেখের ছেলে জুম্মান সেখ সহ অজ্ঞাত আরো ৭/৮ জন আমার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এসময় আমাকে বাচাঁতে আসলে হামলাকারীরা আমার বৃদ্ধ মাকেও আহত করে। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। ঘটনার পর না‌জিরপুর থানার এসআই রিয়াজুলসহ তার সঙ্গীয় ফোর্স  ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে গত বছর ২৪ সেপ্টেম্বর/২০২১ (আশ্বিন মাসে) বিকাল সাড়ে ৩ টার দিকে বাড়ীর সুপারি পাড়াকে কেন্দ্র করে তাপস ভক্তের নেতৃত্বে তার ভাড়াটিয়া বাহিনী হামলা চালিয়ে আমার মা ও বিধবা বোনকে আহত করে এবং ঘটনায় নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছিল।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আমি চাকরী সুবাদে ঢাকায় থাকি। আমার আরেক বোন শ্যামলী থাকে ভারতে। বাড়ীতে আমার বিধবা মা,বিধবা ছোট বোন স্বপ্না বাড়ীতে থাকে। এই সুযোগে পৈত্রিক প্রায় ৩ একরেও বেশী সম্পতি একাই মাগ্রাস করার মানসে আমার বড় ভাই তাপস পিতার স্বক্ষর জাল করে ভূয়া দলিল তৈরী করে। এর পর ১/১৬নং প্রবেট  মামলা দিয়ে হয়রানী করে। পরে নিজের পরাজয় বুঝতে পেরে গোপনে মামলা তুলে নেন।
সাংবাদিক সম্মেলন কালে স্বরুপ ভক্ত ছাড়াও আহত মা লক্ষী রানী,বোন স্বপ্না ভক্ত,মামা বিমল চন্দ্র বড়ালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *