প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২২, ৫:৩৪ অপরাহ্ণ
নাজিরপুরে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
পিরোজপুরের নাজিরপুরে সোমবার (৭ মার্চ) সকালে গলায় ফাঁস দিয়ে মোঃ বাইজিত (১০) নামের এক মাদ্রাসা পড়ুয়া শিশু ছাত্র মারা গেছে। সে উপজেলার ৬ নং নাজিরপুর সদর ইউনিয়নের কুমারখালী গ্রামের হায়দার আলী হাওলাদারের ছেলে। জানা যায়, মোঃ বাইজিত বানিয়ারী সামসুল উলুম মাদ্রাসা নুরানী বিভাগের ছাত্র।
মৃতের মামা নজরুল ইসলাম জানান, ওই ছাত্র মাদ্রাসায় যাওয়ার জন্য অনিহা প্রকাশ করলে তার বাবা-মা তাকে মাদ্রাসায় যেতে বললে মোঃ বাইজিত অভিমান করে ঘরের দরজা বন্ধ করে নিজ বাড়িতে বসে গলায় গামছা দিয়ে ফাঁস দেয়। পরবর্তীতে ছেলের চাচাত ভাই ঘরের দরজা আটকান দেখতে পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে নাজিরপুর হাসপাতালে নিয়ে আসলে, কর্তব্যরত ডাঃ অতনু মিত্র তাকে মৃত বলে ঘোষনা করেণ।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, ঘটনাটি আমাকে হাসপাতাল কর্তৃপক্ষ জানালে এস আই তরিকুল ইসলামকে পাঠাই পরে লাশ নাজিরপুর থানায় নিয়ে এসে প্রাথমিক সুরাতহাল করে একটি অপমৃত্যু মামলা রুজু করে লাশ মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত