প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২২, ৪:১৯ অপরাহ্ণ
নাজিপুরে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টা থানায় মামলা
পিরোজপুরের নাজিরপুরের দীর্ঘা ইউনিয়নের দীর্ঘা গ্রামের এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর-২০২১) বিকালে ওই গৃহবধু বাদী হয়ে নাজিরপুর থানায় স্থানীয় শাহাদাৎ শেখের ছেলে রাসেল শেখ (৩০) কে আসামি করে এ মামলা দায়ের করেন।
এজাহারে উল্লেখিত ওই গৃহবধু ওই দিন বিকালে তার ১০/১২ টি ছাগল নিয়ে বাদশা শেখের কলাবাগানে ঘাস খাওনার জন্য গিয়েছিল তখন পিছন দিক থেকে আচমকা গৃহবধুকে ঝাপটিয়ে ধরে ধর্ষনের চেষ্টা করলে গৃহবধুর ডাকচিৎকার দিলে রাসেল শেখ দৌড়ে পালিয়ে যায়।
নাজিরপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা প্রসেন কুমার শানা জানান, রাসেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০০৩ এর ৯ (৪) খ ) মোতাবেক মামলা রুজু করা হয়েছে, মামলা নং-০৯, তারিখ ৩১/১২/২০২১। আমি ঘটনাস্থল পরিদর্শনকালে প্রাথমিকভাবে ধারণা করি এ ঘটনা সত্য। তবে আরো একটু গভীর তদন্ত করলে এর সত্যতা পাওয়া যাবে।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম জানান, ভিক্টিম থানায় হজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করিলে সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে, আসামীকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত