নরসিংদী জেলা পর্যায়ে সেরা আয়করদাতা নির্বাচিত হয়েছেন মেসার্স শান্তা এন্টারপ্রাইজের পরিচালক ও শিবপুরের রাজনৈতিক অঙ্গনের প্রিয় মুখ শিবপুর পৌর আওয়ামীলীগের সভাপতি মো: আজিজুর রহমান ভুইয়া খোকন। ২০ ডিসেম্বর বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকায় আনুষ্ঠানিক ভাবে তাকে জেলা পর্যায়ের সেরা আয়কর দাতা সম্মাননাপত্র ও ট্যাক্স কার্ড প্রদান করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব এবং (অভ্যন্তরীন সম্পদ বিভাগ) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম এই ট্যাক্স কার্ড ও সম্মাননাপত্র তুলে দেন। এসময় অর্থ মন্ত্রানালয়ের সচিব খায়রুজ্জামান মজুমদারসহ অর্থমন্ত্রানালয় এবং এনবিআরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
' কর দিবো গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ' এই প্রতিপাদ্যে এবছর বিভিন্ন ক্যাটাগড়িতে নরসিংদীসহ ঢাকা কর অঞ্চলের সেরা আয়কর দাতা নির্বাচনের পর তাদের সম্মাননা, স্মার্ট ট্যাক্স কার্ড এবং ক্রেস্ট প্রদান করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও নির্মাতা প্রতিষ্ঠান মেসার্স শান্তা এন্টারপ্রাইজের পরিচালক মো: আজিজুর রহমান ভুইয়া খোকন বলেন, আমি সরকারী কোষাগারে আয়কর দিয়ে শ্রেষ্ঠদের মধ্যে একজন হয়েছি। দেশের উন্নয়নে অংশিদার হতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি। আশা করছি আগামী দিনে আরো বেশি বেশি আয়কর প্রদান করে সারা দেশে প্রথমস্থান অধিকার করবো ইনশাআল্লাহ।