নবীনগরে পুরাতন পর্যটনকেন্দ্র আবার জেগে উঠেছে
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের ঐতিহ্যবাহী তিতাস ব্রিজ।এটি অনেক পুরাতন ব্রিজ এবং নবীনগর টু শিবপুর রোডের অংশ।এই ব্রীজটি অনেক আগে থেকে নবীনগর ও তার আশেপাশের এলাকার জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র।প্রতিবছর মুসলিমদের বড় দুইটি ঈদেই অনেক মানুষের সমাগম হয় এই ব্রীজে।তাছাড়াও প্রায় সারা বছরই বিকেল সময় এই ব্রীজটি থাকে পর্যটকে পরিপূর্ণ।অনেকে আবার বিকেল সময় এখানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে।
দেশের করোনা ভাইরাসের কারণে থেমে গিয়েছিলো এই পর্যটন কেন্দ্র।দীর্ঘ চার মাস এই ব্রীজটিতে কোন পর্যটক আসতে পারেনি।পুলিশের কড়া পাহারায় কয়েকটি গাড়ি ছাড়া কোন কিছুই ছিল না সেখানে।তবে এ সকল পর্যটনকেন্দ্র কতদিন থেমে থাকবে আর তাই পবিত্র ঈদ-উল-আযহার পরেই এই ব্রীজটিতে জমেছে লাখ লাখ মানুষের ঢল।কেউ কেউ আবার দূর থেকে নৌকা নিয়ে এসেছে এখানে সময় কাটাতে।নদীর শীতল হাওয়া আরো বেশি মুগ্ধ করেছে পর্যটকদের। এখানে এত মানুষের ভিড় জমেছে যে যানবাহন চলাচলে অনেক সমস্যা হচ্ছে।তবুও যে সকল জায়গা কোলাহলপূর্ণ সেগুলোতে মানুষ না থাকলে যেন হাহাকার করে।সকল বাধা বিপত্তি কাটিয়ে নতুন আমেজে ফিরল এই পর্যটন কেন্দ্র।