নবীনগরে নতুন করে করোনায় আক্রান্ত ১৪ জন
নবীনগর উপজেলায় আরো ১৪ জনের কোভিড ১৯ রিপোর্ট পজেটিভ এসেছে। আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র এ তথ্য জানিয়েছে। সুত্রটি এও জানায়, গত ২২জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত ৭৪টি নমুনা সংগ্রহ করে। পরবর্তীতে রিপোর্ট হাতে এসে পৌছালে এতে ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে মর্মে পজেটিভ রিপোর্ট আসে। এদের মধ্যে,
স্বাস্থ্য সহকারী -১ জন
হাসপাতাল পাড়া – ১ জন
মহিলা কলেজ কোয়ার্টার – ২ জন
গাজীপুর – ১ জন
নরসিংহপুর – ১ জন
আহমদপুর -২ জন
পশ্চিমপাড়া – ১ জন
নারায়নপুর – ১ জন
আদালতপাড়া – ১ জন
কালগড়া – ২ জন
শ্রীরামপুর – ১ জন
নবীনগর থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান জানান, পরিস্থিতি প্রতিনিয়ত ভয়াবহতায় এগুচ্ছে। সবাইকে আরো বেশি সচেতন হতে হবে ও সর্বদা মুখে মাস্ক ব্যবহার করারও পরামর্শ দেন তিনি।