ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা জিনোদপুর ইউনিয়ন জিনোদপুর গ্রামের আকস্মিক ভাবে বণ্যার পানি বৃদ্ধি পাওয়ার ফলে জহিরুল ইসলাম (৩৮) নামের এক মৎস্য খামারীর প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। গত কিছুদিনের ভারী বৃষ্টিপাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। জিনদপুর গ্রামে প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের ফলে বর্ষার পরিস্থিতি নাজুক!
ধারণা করা হচ্ছে, এবছর আরেকটি বন্যার ধাক্কা গ্রামে লাগতে পারে! মৎস্য খামারী জহিরুল ইসলাম, আমীন মিয়া, ফরহাদ মিয়া, শামীম মিয়া,প্রমোদ দাস,রতন দাস,তাপস দাস, বলেন বণ্যার পানি আকস্মিক ভাবে বৃদ্ধি পাওয়া ফলে পুকুরের বিভিন্ন পারে জাল দিয়ে আটকাতে না পাড়ায় আমাদের পুকুরের সব মাছ ছুটে গেছে। এতে আমাদের বেশি ক্ষতি হয়েছে।আমাদের মতো এলাকার ছোট বড়ো অসংখ্য মৎস্য খামারীদের পুকুরের মাছ ছুটে গিয়ে ক্ষতির সম্মূক্ষিন হতে হয়েছে। এর কারণে আমরা মৎস্য খামারীদের মূলধন ধ্বংস হয়ে গেছে।এ অবস্থায় সরকারের কাছে আমাদের দাবি সরকার যেন আমাদের মত অসহায় মৎস্য খামারীদের প্রতি সদয় ও সহযোগিতা করেন।