প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৫:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২০, ৯:০৩ পূর্বাহ্ণ
নবীনগরের নিম্নাঞ্চল হচ্ছে প্লাবিত
ব্রাহ্মণবাড়ি নবীনগরে তিতাস নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার ২৫ জুলাই সকাল থেকে উপজেলা তিতাস নদীর পানি বিপদসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে শুক্রবার সকালে করা সর্বশেষ পরিমাপ অনুযায়ী তিতাস নদীর পানি শুধু নবীনগরে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে নবীনগর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে চলেছে তবে পানি আর এক ফুট উপরে উঠলে উপজেলার অনেক ঘরবাড়িতে পানি উঠে যাবে। অপরদিকে নবীনগর উপজেলার মেঘনা নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও পানি বাড়ছে। এরই কারণে শুরু হয়েছে নদী ভাঙ্গন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রিন্ট করুন
সেভ করুন