নবনিযুক্ত আইজিপি’র সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত


বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম আজ (০২ অক্টোবর ২০২২) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের সাথে এক পরিচিতি সভায় মিলিত হন। হল অব প্রাইডে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান বিপিএম (বার) সভায় সূচনা বক্তব্য রাখেন। পরে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয় উপস্থিত কর্মকর্তাগণের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।