নদীতে মাছ ধরতে গিয়ে ইন্দুরকানীতে বজ্রপাতে জেলের মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে বৈরী আবহাওয়ায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রিপন বেপারী (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় বাড়ি সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণহানির শিকার হন তিনি। নিহত রিপন উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের বারেক বেপারীর ছেলে। বালিপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: নাসির উদ্দিন সেন্টু সাংবাদিকদের কাছে তার এ দুর্ঘটনার মৃত্যুর খবর নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, জেলে রিপন বেপারী প্রতিদিনের মতো আজ সোমবার বিকেলে বাড়ির পাশের বলেশ্বর নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যান।

দিনভর মুষলধারা বৃষ্টির মধ্যে নৌকা নিয়ে একা মাছ শিকারের জন্য নদীতে যান তিনি। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার নৌকাটি নদীর মাঝে বাতাসে ঘুরতে দেখেন নদীতে অবস্থানরত আশপাশের অন্যান্য জেলেরা। এ সময় ডাক দিলে কারো কোন সাড়া শব্দ না পেয়ে নৌকার কাছে আসলে তার নিথর দেহ নৌকার পাটাতনের উপর পড়ে থাকতে দেখে সাথে সাথে তাকে উদ্ধার করে স্থানীয় ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ঐ জেলেরা।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মো: আল- মামুন জানান, খবর পেয়ে আমরা নিহতের বাড়িতে পুলিশ পাঠিয়েছি। নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঐ জেলের মৃত্যু হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *