নতুন পরিষদ নিয়ে যাত্রা শুরু গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অব্যাহত অগ্রযাত্রায় কার্যকরী ভূমিকা রাখতে গোপালগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সী মোঃ আতিয়ার রহমান যাত্রা শুরু করলেন নতুন পরিষদের ৫ সদস্য এবং ২ সংরক্ষিত সদস্য সাথে নিয়ে।

বুধবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে গত ১৭ অক্টোবর তারিখে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান পদে বিজয়ী দুর্দিনের ত্যাগী, পরীক্ষিত আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সী মোঃ আতিয়ার রহমান এবং গোপালগঞ্জ সদর উপজেলা থেকে সদস্য পদে আরমান হাফিজ, মুকসুদপুর থেকে মোঃ রবিউল আলম সিকদার, কাশিয়ানী থেকে সিকদার সেলিম, কোটালীপাড়া থেকে কামরুল ইসলাম বাদল, টুঙ্গিপাড়া থেকে বিএম তৌফিক এবং সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত শারমিন নাহার অধরা ও শ্রাবনী আক্তারকে ফুলেল সংবর্ধনা এবং বিদায়ী পরিষদকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন জেলা পরিষদে কর্মরত কর্মকর্তাবৃন্দ।

এর আগে বিদায়ী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক নতুন চেয়ারম্যানকে তাঁর নির্ধারিত আসনে বসিয়ে দোয়া করে দেন।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মোঃ গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মোহাইমিনুল ইসলাম, সদর ইউএনও মোহসিন উদ্দিন, সরকারী কৌঁসুলি বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর পমূখ উপস্থিত ছিলেন।

সংবর্ধিত নতুন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড মুন্সী মোঃ আতিয়ার রহমান তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, ডিজিটাল বাংলাদেশের রুপকার, উন্নত বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা জননেত্রী শেখ হাসিনার অব্যাহত উন্নয়ন যাত্রায় সক্রিয় ভূমিকা রাখতে চাই, নির্ধারিত রোডম্যাপের মাধ্যমে গোপালগঞ্জ জেলাকে ঢেলে সাজাতে চাই।

তিনি আরো বলেন, উন্নয়ন একটা সম্মিলিত উদ্যোগের ফসল, তাই জেলা পরিষদ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে সামনে এগুতে চাই, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে চাই।।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *