প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২২, ১:৩০ পূর্বাহ্ণ
নড়াইল ডিবি পুলিশের অভিযানে গাজাসহ গ্রেফতার ১
নড়াইলে মাধক বিরোধী অভিযানে মাধক ব্যাবসায়ী আটক, বুধবার (২৬ জানুয়ারি) নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে সকাল ১১:০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)'র নির্দেশনায় পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) শিমুল কুমার দাস এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ভওয়াখালী বিশ্বাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী মোঃ সাইদুর রহমান ছোট্ট (৫০), পিতা- মৃত হোসেন মোল্লা, গ্রাম- ডুমুরতলা (পৌরসভা), থানা ও জেলা- নড়াইলকে গ্রেফতার করে এবং তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে রাখা পলিথিন দিয়ে মোড়ানো ৫০০ (পাচঁশত) গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করেন।
মাদক ব্যবসায়ীকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত